বর্তমানে সময়ে সাহিত্যের বিকাশে, নতুন লেখকদের লেখা প্রকাশে দেশের খ্যাতনামা প্রকাশকদের আগ্রহ তেমন একটা চোখে পড়ে না। এই বিষয়টি অনেক দিন যাবত আমাকে পীড়া দিয়ে আসছে। আর এই থেকেই আমার সাহিত্য ধারা সাময়িকী প্রকাশের প্রয়াস। যাতে নতুন লেখকদের মানসম্মত লেখা স্থান পাবে এবং লেখকদের প্রতিভা বিকাশে সহায়ক হবে।
অনেক শ্রম ও সাধনার বিনিময়ে আজ তা পূর্ণতা পেল। আমি প্রথমেই সাধুবাদ জানাই সেইসব লেখকদের যারা আমার আহ্বানে সাড়া দিয়েছেন এবং তাদের মূল্যবান লেখা পাঠিয়েছেন। আন্তরিক ধন্যবাদ তাদের যারা এর সফলতার জন্য মেধা ও শ্রম দিয়ে আমাকে সহযোগীতা করেছেন।
মাসিক “সাহিত্য ধারা”-দ্বিতীয় সংখ্যা
80.00৳Price